Apply for Comilla University Undergraduate Programs, Session: 2025-26
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী পরীক্ষা কেন্দ্র ও প্রশ্নপত্রের ভার্সন পরিবর্তন করতে ইচ্ছুক, তারা আগামী ০৫ ও ০৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখের মধ্যে আবেদনকারীর প্যানেলে লগইন করে উক্ত পরিবর্তন সম্পন্ন করতে পারবেন।

এছাড়া, যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন সম্পন্ন করেছেন কিন্তু বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে পারেননি, তারাও আগামী ০৫ ও ০৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখের মধ্যে আবেদনকারীর প্যানেলে লগইন করে আবেদন ফি পরিশোধ করতে পারবেন।

উক্ত সময়ে কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না।
যে সকল শিক্ষার্থী️ ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৪ এবং ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ️ তারা আবেদন করতে পারবে।
ইউনিট এইচএসসি`র যে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে এসএসসি`তে সর্বনিম্ন জিপিএ এইচএসসি`তে সর্বনিম্ন জিপিএ সর্বনিম্ন মোট জিপিএ
Unit-Aবিজ্ঞান শাখার শিক্ষার্থী৩.০ এর নিচে নয় ৩.০ এর নিচে নয় সর্বনিম্ন ৭.০
Unit-Bবিজ্ঞান শাখার শিক্ষার্থী৩.০ এর নিচে নয় ৩.০ এর নিচে নয় সর্বনিম্ন ৬.৫
Unit-Bমানবিক শাখার শিক্ষার্থী৩.০ এর নিচে নয় ৩.০ এর নিচে নয় সর্বনিম্ন ৬.০
Unit-Bব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী৩.০ এর নিচে নয় ৩.০ এর নিচে নয় সর্বনিম্ন ৬.০
Unit-Cবিজ্ঞান শাখার শিক্ষার্থী৩.০ এর নিচে নয় ৩.০ এর নিচে নয় সর্বনিম্ন ৬.৫
Unit-Cমানবিক শাখার শিক্ষার্থী৩.০ এর নিচে নয় ৩.০ এর নিচে নয় সর্বনিম্ন ৬.০
Unit-Cব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী৩.০ এর নিচে নয় ৩.০ এর নিচে নয় সর্বনিম্ন ৬.০
আবেদনের ধাপসমূহ:
১। প্রথমে এইচএসসি , এসএসসি রোল নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড নিতে হবে। পাসওয়ার্ড মোবাইল নাম্বারে পাঠানো হবে। ৫ মিনিটের মধ্যে প্রদত্ত মোবাইলে পাসওয়ার্ড না গেলে FORGET PASSWORD এ ক্লিক করলে পুনরায় পাসওয়ার্ড পাবেন।
২। লগইন করতে হবে।
৩। লগইন করার পরে Dashboard-এ যে সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবেন তার তালিকা আছে। যে ইউনিটে আবেদন করবেন “Click here to Apply” বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
৪। ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
৫। ভর্তি পরীক্ষার প্রশ্ন যে মাধ্যমে (Bangla/ English) পেতে ইচ্ছুক সেটি সিলেক্ট করতে হবে।
৬। পরীক্ষার কেন্দ্র (Comilla / Rajshahi University) সিলেক্ট করতে হবে।
৭। bKash-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
৮। পেমেন্ট করার পরে Final Submit করতে হবে।
৯। Final Submit পর আর কোন তথ্য আপডেট করা যাবে না।
১০। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর লগআউট করতে হবে।
Quota এবং Subject Choice ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পরে নেওয়া হবে।